বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক সফরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১১:০৬ এএম

তুরস্ক সফরে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আমন্ত্রণে মাদুরো আঙ্কারা সফরে আসছেন।

তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও আনাদুলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, মাদুরোর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ছাড়াও বিভিন্ন বিষয়ে দুই দেশের নেতার মধ্যে আলোচনা হবে।

এ ছাড়া দুদেশের শীর্ষ নেতারা আঞ্চলীক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।

২০১৮ সাল থেকে তুরস্ক ভেনিজুয়েলায় খাদ্য ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পণ্যের রপ্তানি বাড়িয়েছে। আর, দক্ষিণ আমেরিকার দেশটি তুরস্কের কাছে স্বর্ণ বিক্রি করেছে, যদিও এর পরিমাণ প্রকাশ্য নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন