বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তাড়াশে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১:৪০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জেসমিন খাতুন (২২) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই নিহতে স্বামী পলাতক রয়েছেন।
রোববার (৭ মার্চ) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখুলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও নাটোরের বড়াইগ্রাম থানার রাজাকার মোড় এলাকার সুলতান মাহমুদের মেয়ে।

নিহত গৃহবধু জেসমিন খাতুনের বড়বোন তৃপ্তি খাতুন বলেন, বুধবার রাতে আমার বোনের সাথে তার স্বামী ফ্রিজ কেনা নিয়ে গ-গলের সুত্র ধরে গলায় চা পা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মুখে বিষ ঢেলে দিয়ে আতœহত্যা করছে বলে প্রচারণা চালায়। এ সংবাদ পেয়ে আমরা এসে তার গলায় আঘাতের চিহৃ দেখতে পাই।

উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, গৃহবধু জেসমিন খাতুন স্বামীর অভিমান করে বিষপান করে আতœহত্যা করছে। আমরা বসে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করছি।

তাড়াশ থানার এসআই মো: মাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এতে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের লায় আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন