১২ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বারহাট্টা থানা পুলিশ গতকাল রোববার সকাল ৯টার দিকে অতিথিপুর বাজারের কম্পিউটার দোকান থেকে অভিযুক্ত ধর্ষক মোজাহিদ ইসলামকে (২৩) আটক করেছে। আটক মোজাহিদ বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোজাহিদ মাঝ রাতে অভিনব কায়দায় বাহির থেকে ঘরের দরজা খুলে তাকে তুলে নিয়ে যায়। পরে অতিথপুর রেলস্টেশনের সন্নিকটে ইসলামপুর বিলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ভোর ৫টার দিকে তাকে ইসলামপুর বিল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত মোজাহিদকে আটক করে। পরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মোজাহিদের কম্পিউটারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ঘুমন্ত অবস্থায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মুল অভিযুক্তকে থানা হেফাজতে রেখে বাকি দু জনকে ছেড়ে দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন