শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লাইফ সাপোর্টে চলচ্চিত্র প্রযোজক কামরুল হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৯:৫৩ এএম

গুরুতর অসুস্থ চলচ্চিত্র প্রযোজক কামরুল হাসান খান। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা শিশির। তিনি বলেন, আঙ্কেলের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’ ওনার অক্সিজেন লেভেল ওঠা-নামা করছে। এখনো তিনি লাইফ সাপোর্টেই রয়েছেন। ‘

এদিকে বুধবার (১৭ মার্চ) রাতে বেশকিছু সংবাদমাধ্যমে কামরুল হাসান খান মারা গেছেন বলে খবর প্রকাশ পায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল কেউ হয়তো ভুল তথ্য দিয়েছে, তাই বেশকিছু সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রকাশ পেয়েছে। চাচা এখনো জীবিত কিন্তু লাইফ সাপোর্টে রয়েছেন।’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ভারত ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘দেবদাস’ উপন্যাসকে রুপালি পর্দায় নিয়ে আসেন চাষী নজরুল ইসলাম। বুলবুল আহমেদ ও কবরী অভিনীত ১৯৮২ সালে মুক্তি পাওয়া সেই চলচ্চিত্রটি দারুণ সাড়া ফেলেন। আর সেই চলচ্চিত্রের কয়েকজন প্রযোজকের একজন কামরুল হাসান খান। কামরুল হাসান খান প্রযোজিত ‘প্রতিরোধ’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথম প্লেব্যাক করেন ভারতের কুমার শানু। মানবেন্দ্র, সাবিনা ইয়াসমিন, হৈমন্তী শুক্লাসহ বরেণ্য শিল্পীরাও তার চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।

১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা এই দেশবরেণ্য চলচ্চিত্র প্রযোজকের এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেমা ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন