সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১০:৩২ এএম | আপডেট : ২:৩৮ পিএম, ২৬ মার্চ, ২০২১

করোনাকালীন সময়ে জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেতে চলেছে ৩৫টি প্রেক্ষাগৃহে। এর মধ্যে যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো কোনোটি ২০ টি বা আবার কোনোটি ২৫ টি সিনেমা মুক্তি পেয়েছে, তবে ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে। জটিলতা কাটিয়ে ১ সপ্তাহ পিছিয়ে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

নির্মাতা তৌকীর আহমেদ মুক্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘২৬ মার্চ ভালো একটা দিন। আমার ছবিটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও ব্যান্ডসংগীত ও নতুন প্রজন্মের কথা বলবে। সেক্ষেত্রে এদিন ছবিটি মুক্তি পাবে বলে ভালো লাগছে।’

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান দ্য অভি কথা চিত্রের কর্ণধার অভি গণমাধ্যমকে জানিয়েছেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে স্ফুলিঙ্গ। মঙ্গলবার পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত ছিল। তবে আজ (বুধবার) আরো পাঁচটি প্রেক্ষাগৃহ বেড়েছে। এর মধ্য দিয়ে প্যান্ডামিকে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেল।

তারকাবহুল এই ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন