নেছারাবাদে সারেংকাঠি ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সায়েম(আনারস) এর নির্বাচনী প্রচারনায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিদন্ধি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম ও দলবলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যার পরে সারেংকাঠির নাওয়ারা এলাকার মুনিনাগে ওই হামলা চালানো হয়। হামলায় কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরসহ জাহারুল(৪৩) স্বপন শেখ(৩২), সাকিল(২০), রেজাউল(২৫), শাওন(৩৫), রাসেল মীর(৩৬) নামের মোট ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় ছোড়া প্রেট্রোলে এদের মধ্য জাহারুল নামের ব্যক্তির পিঠ জ্বলসে গুরুতর অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আহতরা সবাই নেছারাবাদ হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই আনারস প্রতীকের সমর্থক বলে জানাগেছে।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, তারা নয়; "নির্বাচনী প্রচারনা চালাতে গিয়ো উল্টো আমি সহ আমার কর্মী সমর্থকরা শেখ সায়েম ও তার দলবলের হামলার শিকার হয়েছি। তাদের হামলায় আমাদের কয়েকজন কর্মীসহ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর হয়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যপারে উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন