ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এপর্যন্ত ৭টি মামলা দায়ের করা হয়েছে। হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত সাড়ে ৬ হাজারকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আহসান হাবীব।
এছাড়া আনসার ও ভিডিপি অফিসে হামলার ঘটনায় আনসার ও ভিডিপির এক কর্মকর্তা অজ্ঞাত সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রহিম হামলা ও ভাঙচুরের ঘটনায় ৫টি মামলা দায়েরের কথা স্বীকার করেছেন। এদিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর টোল প্লাজা ও টোল প্লাজার পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আশুগঞ্জ থানায় ২টি মামলা করা হয়েছে বলে আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন