বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক মহিলা ডাক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবারের লোকেরা। গতকাল বুধবার ভোর ৫টার দিকে ডা. তপতি রানী পোদ্দার (৩২)’র ঝুলন্ত লাশ তার পিতার বাড়ির ছাদ থেকে নামানো হয়। নিহত ডা. তপতি রানী পোদ্দার মোরেলগঞ্জ সদর বাজারের কাপড় ব্যবসায়ী সুনিল পোদ্দারের বড় মেয়ে। ডা. তপতি রানী পোদ্দার(এমবিবিএস) বাগেরহাট সদর হাসপাতালের এমএনএইচ (মা ও শিশু স্বাস্থ্য) প্রকল্পের এ্যানেসথেশিয়ার ডাক্তার হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত ছিলেন। তার স্বামী তাপস কুমার দাস ও একজন ডাক্তার। তিনি বর্তমানে বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, ডা. তাপস কুমারের বাড়ি কচুয়া উপজেলার চরকাঠি গ্রামে। ওই বাড়িতে থাকার কারনে ৭/৮ মাস পূর্বে থেকে পারিবারিক কলহ দেখা দেয় তপতি ও তার স্বামীর সাথে। এরপর থেকে এক সন্তানের মা ডা. তপতি আত্মহত্যার দিকে ঝোকেন। এ বিষয়ে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ডা. তপতির ঝুলন্ত লাশ উদ্ধারের কথা শুনেছি। লিখিত অভিযোগ বা তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন