শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পার্বতীপুরে সকালে লোকজনের সমাগম ঘটে, লকডাউনে বিকেলে মানব শূন্য শহর

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:২১ পিএম

দেশে লকডাউনের প্রথম দিনে পার্বতীপুর উপজেলা ও পৌর শহরে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত লোকজনের সমাগম ঘটে। দুপুর থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত পুরোপুরি লকডাউনের আওতায় চলে আসে শহরটি। শহরের বেশ কয়েকটি রেস্তোরা স্বাস্থ্য বিধি মেনে পার্সেলের মাধ্যমে খাদ্য সরবরাহ করতে দেখা যায়। কাঁচাবাজার, মুদি দোকান গতানুগতিক ভাবেই চলছে।

আজ সোমবার পশ্চিম রেলওয়ে জংশন পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন থেকে কোনও ট্রেন চলাচল করেনি। পার্বতীপুর রেল ষ্টেশন থেকে নিয়মিত ১১ জোড়া আন্তঃনগর ট্রেন, ৭ জোড়া লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল করত। আজ সারা বেলায় রেলস্টেশন মানব শূন্য দেখা যায়।

সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ জানান, সকল বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনেই চলার আহ্বান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন