কক্সবাজার সৈকতে আজ আরো একটি মরা তিমি ভেসে এসেছে। এটি ও গতকাল ভেসে উঠা স্থানের আরো একটু দক্ষিণ দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির কাছে।
এটিও গত কালকের ভেসে আসা তিমির মত প্রায় একই সাইজের। একইভাবে এই তিমিও মৃত এবং পচন ধরেছে।
তিমিটির বিভিন্ন অংশে দেখা গেছে ক্ষত এবং উদ্ভট দুর্গন্ধ ছড়াচ্ছে। সাগরে এভাবে একের পর এক মৃত তিমি ভেসে আসার বিষয়টি পরিবেশবিদদের মাঝে নানা ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন