দ্বিতীয় দফার লকডাউনের ৬ষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের রাস্তাঘাটে যানবাহন ও জনসমাগম বেড়েছে। লকডাউনের প্রথম তিন দিন জনজীবন মোটামুটি স্থবির থাকলেও ক্রমে তা শিথিল হতে শুরু করে। গতকাল ৬ষ্ঠ দিনে খুব একটা কড়াকড়ি ছিলো না। অনেকটাই ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে সর্বত্র। মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও থ্রি-হুইলারের আধিক্য লক্ষ্য করা গেছে। কিছু কিছু জায়গায় পুলিশি তৎপড়তা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই উদাসীনতা লক্ষনীয় ছিল।
বরিশাল মহানগরীর পোর্ট রোডের কাঁচা বাজারে স্বাভাবিক সময়ের ভিড় দেখা গেছে গত রোববার থেকেই। নগরীর অন্যান্য বাজার ও মুদি দোকানে ভিড় ক্রমশ বাড়লেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। কাঁচা বাজারগুলোতে প্রায় অর্ধেক ক্রেতারই মাস্ক নেই। নগরীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশার ছড়াছড়ি। মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রূপাতলী মিনিবাস টার্মিনাল পর্যন্ত ট্যাম্পু, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চালকদের দাবি গাড়ি না চালালে তারা কি খাবেন। আর যাত্রীদের বক্তব্য প্রয়োজনেই রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন