শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ত্রৈমাসিক বিবরণী দাখিলের নির্দেশ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়-সম্পর্কিত বিবরণীসহ অন্যান্য সব ধরনের ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) বিবরণী আগামী ৩১ মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসিএফডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
দেশে কার্যরত সবগুলো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এতে আরও বলা হয়, বিদ্যমান প্রেক্ষাপটে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসিএফডি-তে মার্চ ২০২১ ভিত্তিক টেকসই অর্থায়ন বিষয়ক ত্রৈমাসিক বিবরণীসহ অন্যান্য সব ত্রৈমাসিক বিবরণী ৩১ মে’র মধ্যে দাখিলের জন্য নির্দেশনা দেয় হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন