শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোনও ফাউন্ডেশনের পর্ষদে থাকতে পারবেন না

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১২:০০ এএম

ব্যাংকের পর এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের বিধিনিষেধ নিয়ে নতুন নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুন থেকে কোনও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানি বা কোনও ফাউন্ডেশনের পর্ষদে থাকতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকল্পে এই বিধিনিষেধ আরোপ করা হলো। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ২৫(৩) ধারায় কোনও ব্যক্তি একই সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান বা একাধিক ব্যাংক কোম্পানি বা একাধিক সাধারণ বীমা কোম্পানি বা একাধিক জীবন বীমা কোম্পানির পরিচালক থাকবেন না মর্মে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় অধিকতর শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকল্পে নতুন নির্দেশনাগুলো হলো-কোনও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা-নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনও ব্যক্তি ওই আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনও কোম্পানি/প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি, যে নামেই অভিহিত হোক না কেন, এর চেয়ারম্যান/পরিচালক/সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার পরিচালক বা মনোনীত/প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর মেয়াদে দায়িত্ব পালন করলে উক্ত মেয়াদপূর্তি বা অবসর বা অব্যাহতির পর উক্ত ব্যক্তি কখনোই ওই আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনও পদে নিয়োগ/নিযুক্ত হতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনও ব্যক্তি কোনও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ/গভর্নিং বডি, যে নামেই অভিহিত হোক না কেন, এর চেয়ারম্যান/পরিচালক/সদস্য হিসেবে দায়িত্বরত থাকলে তাকে আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট পদ হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণ করতে হবে। পদত্যাগ/অব্যাহতির পর বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অবহিত করতে হবে।
এছাড়া কোনও আর্থিক প্রতিষ্ঠান এ ধরনের কোনও নিয়োগ দিয়ে থাকলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উক্ত ব্যক্তি/ব্যক্তিদের সংশ্লিষ্ট পদ হতে পদত্যাগ/অব্যাহতি গ্রহণের মাধ্যমে পদ শূন্য করে বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে পরের মাসের ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অবহিত করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন