যশোরে টিপু সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
যশোর শহরতলীর শেখহাটি ক্লাব মোড়ে মঙ্গলবার রাতে ব্যবসায়ি টিপু সরদারকে দুর্বৃত্তরা গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালায় বলে জানালেন তার স্ত্রী বিথী বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, টিপুকে প্রথমে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তার অবস্থা খুবই আশংকাজনক। যে কারণে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনা স্থলে যাই। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন