বরগুনা সদর উপজেলার কেওড়বুনিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বর শাহজাহান কবিরকে (৪২) কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। ইউপি সদস্য শাহজাহান একই গ্রামের মৃত মজিদ হাওলাদাদের ছেলে।
স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন শাহজাহান। মধ্যরাত আড়াইটার দিকে ৫-৭ জনের কয়েকজন ঘরে ঢুকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ঘুমন্ত শাহজাহানের মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। শাহজাহান জীবন বাঁচাতে পাশের ধানক্ষেতে লুকিয়ে পরে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সকালে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়।
শাহজাহানের স্ত্রী সাথী আক্তার বলেন, আমরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর লোকজনের উপস্থিতি টের পেয়ে বাতি জ্বালাতে গেলে দেখি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ পরেই কোন কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে থাকে। এরপর আমরা পাশের ধানক্ষেতে লুকাই।
তিনি আরও বলেন, আমার স্বামী ইউনিয়ন রাজনীতির সাথে জড়িত। তার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা চালাতে পারে বলে আমাদের ধারণা।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন