শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবার বাংলাদেশী গানে পরমব্রত-রাইমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ২:৪৯ পিএম

বাংলাদেশের কোনও গানচিত্রে এবারই প্রথম অভিনয় করলেন টলিউডের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। শাফকাত আহমেদ দীপ্তর কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) প্রথম প্রহরে বড় ক্যানভাসের এই গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে গানবাংলা টেলিভিশনের পর্দায়। এছাড়াও গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে এটি।

সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস তার ভেরিফায়েড ফেসবুক পেজে গানটি প্রকাশের খবর জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ এই কথা দিলে দোষ কী… আসছে ঈদে। তাপশ এবং দিলশাদ নাহার কাকলির গাওয়া গানটিতে দর্শকরা দেখতে পাবেন পছন্দের রোমান্টিক জুটি পরম ও রাইমাকে।’

গানটি প্রকাশ উপলক্ষে বুধবার রাতে সামাজিক মাধ্যমে এক লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে শিল্পী ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা হামিন আহমেদ ও এস আই টুটুল।

আড্ডায় পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ব্যক্তিগতভাবে গানবাংলা এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বাঙালি হিসেবে গর্বিত। তাই যখন শুনি তাপসের মতো কেউ এ গানটির সঙ্গে রয়েছে তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান, এতে কাজ করার স্মৃতিটিও খুব মিষ্টি। ঈদ উৎসবে এটি প্রকাশিত হতে যাচ্ছে, তাই আমি আরও আনন্দিত।’

রাইমা সেন বলেন, ‘মিউজিক ভিডিওতে অভিনয় করে খুব ভালো লেগেছে। পরমের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের জুটি আছে। এ জন্য কাজের সময়টাও বেশ কেটেছে। গানটা প্রকাশিত হওয়ার পর আমার মাকে যখন দেখালাম, মা বললেন, এটা কোন ছবির। আসলে এটা সিনেমা না হয়েও সিনেমার মতোই একটা সাড়ে তিন মিনিটের মিউজিক্যাল ফিল্ম। আশা করছি যারা দেখবে তারা খুবই পছন্দ করবেন।’

উল্লেখ্য, ‘আজ এই কথা দিলে দোষ কী’ গানটি বেশ আগেই প্রকাশিত। সংগীতশিল্পী দীপ্তর কথা ও সুরে গানটি প্রকাশ পায়। গানটিতে কণ্ঠও দিয়েছিলেন দীপ্ত। সেই গানটি নতুন করে গাইলেন তাপশ ও কাকলী। টিএম প্রোডাকশনের ব্যানারে গানটির পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন তাপস। তিনি বলেন, ‘এটি আমার প্রথম ডুয়েট গান। পুরোনো দিনের গানের ফ্লেভারে এটি দীপ্তর অসামান্য সৃষ্টি। আমার সঙ্গে দারুণ কণ্ঠ দিয়েছেন কাকলী। সিনেমেটিক দৃশ্যায়নে চমৎকার চিত্রায়নের জন্য প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন