শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওমর সানি-মৌসুমীর ছেলে স্বাধীনের সিসা বারে পুলিশের অভিযান, গ্রেফতার- ১১

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০০ পিএম

গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। জানা গেছে, মন্টানা লাউঞ্জ’ নামের ওই রেস্তোঁরাটির তিন মালিকের একজন হলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।

অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। বার থেকে গ্রেফতাররা হলেন— দীন ইসলাম, হৃদয়, নাসির উদ্দিন, সৌরভ কস্তা, ওমর ফারুক, রিজওয়ান রোজারিও, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

বুধবার (১৯ মে) সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশান-১ ও ২ এর মাঝামাঝি আরএম সেন্টার ভবনে মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বার তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে আটক করি। এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবন করার বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নিষিদ্ধ। তাই এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পুলিশের অভিযানের পর সিসা বার অবৈধ কেন ছেলের হয়ে এমন প্রশ্ন রাখেন ওমর সানি। তার দাবি, তার রেস্তোরাঁ মূলত খাবারের। ‘কিছু সময়’ শিশা ‘সার্ভ’ করা হয়।

ওমর সানী বলেন, “শিশা আমার মেইন বিজনেস না। এটা থেকে আমার রিজিক চলে না। আমি আইনের সাথেই শতভাগ আছি। আমার প্রশ্ন গুলশানে কি শুধু একটাই লাউঞ্জ আছে? নামকরা শিশা লাউঞ্জগুলো পাঁচ-সাত বছর ধরে চলছে। আমার জানা মতে, বাংলাদেশে দুই থেকে তিনশ লাউঞ্জ আছে।”

ওমর সানী আরো বলেন, “পুরো বাংলাদেশে আজকের মধ্যেই যদি সব লাউঞ্জ বন্ধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি আমাকে টার্গেট করে যদি করা হয়ে (অভিযান) থাকে, তাহলে রাষ্ট্রের কাছে বিচার চাইতেই হবে,”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Zubaer Ahmed ১৯ মে, ২০২১, ১২:২৪ পিএম says : 0
সানি ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি
Total Reply(0)
রিমন খান বিদ্যুৎ ১৯ মে, ২০২১, ১:৫৭ পিএম says : 0
দিনশেষে এরাই আবার নীতিবান কথা শুনায়।
Total Reply(0)
M M Shahidullah ১৯ মে, ২০২১, ১:৫৮ পিএম says : 0
এখনো সময় আছে সঠিক পথে ফিরে আস
Total Reply(0)
Ariful Islam Shamim ১৯ মে, ২০২১, ১:৫৮ পিএম says : 0
আজীবন মানুষকে ভালো ভালো উপদেশ দিয়া নিজেরা এইসব করে !
Total Reply(0)
Rayhan Perves ১৯ মে, ২০২১, ২:০০ পিএম says : 0
I hate them.
Total Reply(0)
Mojibur Rahman ১৯ মে, ২০২১, ২:০০ পিএম says : 0
হালাল আর হারাম রোজগারে ফসল কেমন হয়❓ বৃক্ষ তোমার নাম কি❓
Total Reply(0)
মুহাম্মদ শফিকুল ইসলাম ১৯ মে, ২০২১, ৩:০৬ পিএম says : 0
অবিলম্বে বাংলাদেশের সকল সিসা বার বন্ধ করা হউক।
Total Reply(0)
আবদুল্লাহ আল মাহমুদ ২০ মে, ২০২১, ৩:০১ এএম says : 0
যদি ব্যাক্তিগত আক্রোশ বা কারো প্ররোচনায় হয়ে থাকে তাহলে বিচার চাই আর যদি সবগুলাই অভিযান দিয়ে থাকে বা সীসা মাদকদ্রবো হয়ে থাকে সেক্ষেত্রে হারাম হালাল অবশ্যই মুসলিম দেশ হিসেবে নিষেধাজ্ঞা মানা উচিত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন