শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৫:০৯ পিএম

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার প্যাদা(৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বালীয়াতলী ইউপির বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টের পরপরই স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করে। নিহত দেলোয়ার ছয় সন্তানের জনক এবং ওই ইউপির বৈদ্যপাড়া গ্রামের মৃত: আবুল কাশেম প্যাদার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মৃতের বোন জামাতা রেজাউল মিয়ার বাড়ির একতলার ছাদে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন দেলোয়ার। এসময় অসাবধানতায় ভবনের ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের মেইন তারের সাথে স্পর্শ লেগে ছিটকে পড়ে।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন