শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাতিরঝিলে আসল হাতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০০ এএম

হাতির ঝিলে নেইতো হাতি/ ধানমন্ডিতে ধান/ সোনারগঁয়ে নেইতো সোনা/ চানখাঁতে নেই চান....। কবির এ কবিতার পংক্তিমালা এবার মিথ্যা প্রমাণীত হলো। হাতির ঝিলে এবার হাজির হলো এক পাল হাতি। তবে জ্যান্ত নয়, ভাস্কর ইন্দ্রজিৎ মন্ডলের নির্মাণকরা এই হাতির পাল সাজানো হয়েছে গুলশান পুলিশ প্লাজার পেছনের খোলা প্রান্তরে এবং কারওয়ান বাজারের বিএফডিসি চত্বর হয়ে হাতিরঝিলে প্রবেশ মুখে। গতকাল হাতির পালের এই ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

একসময় হাতির ঝিলে অনেক হাতি ছিলো। রাজধানীর হাতিরপুল দিয়ে পারাপার হতো অসংখ্য হাতি। পুলের নীচে ছিল একটি রেললাইন। হাতিরা রেললাইনের উপরের পুল দিয়ে পিলখানা থেকে হাতিরঝিলে যেতো গোসল করতে।
ঢাকার ইতিহাস থেকে জানা জানা যায়, একসময় ভাওয়ালের রাজার এস্টেটের হাতিরঝিলসহ তেজগাঁও এলাকায় অনেক ভ‚সম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে গোসল করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হাতিরঝিল হয়। সেই হাতিরঝিল এখন বাংলাদেশের একটি দর্শনীয় স্থান এবং নগরবাসীর কাছে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন