শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ছুটি বাড়নোর সিদ্ধান্তে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি সংবাদদাতা: | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৬ এএম

করোনা সংক্রমণের কারণে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখান করে প্রশাসনিক ভবনের কলাপ্সিবলে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল সকাল ১১ টা থেকে পূর্বনির্ধারিত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কলাপ্সিবলে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা “অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না”, “দাবি মোদের একটাই শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই।” “শিক্ষার অধিকার ফেরত চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই” হাটবাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল” “শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানব না” বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা সরকারের কাছে দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কিন্তু বাস্তবিক অর্থে আশ্বাসেই সব সীমাবদ্ধ।

আমাদের বয়স বেড়ে যাচ্ছে। যেখানে গণপরিবহন চলে, গার্মেন্টস চলে, মার্কেট খোলা, সবকিছুই চলচে আপন গতিতে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে করোনার কথা বলে বন্ধ রাখা হয়েছে। আমরা অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাহদি হাসান বলেন, “আমরা বারবার সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দাবি জানালেও সেটির কোন মূল্যায়ন করা হয় নি।

সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে। অথচ শিক্ষামন্ত্রী বলেন বেশিরভাগ শিক্ষার্থীরা বিপক্ষে। এটি শুধুমাত্র একটি মাথ্যাচার। আমরা বলব আমাদের দাবি মেনে নিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামছে না।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
emrul khan ৩১ মে, ২০২১, ৮:৪৭ এএম says : 0
মাননীয় শিক্ষামন্ত্রীর বিষয়টি গুরুওের সাথে বিবেচনা করা প্রয়োজন।
Total Reply(0)
Md sayed Ahamad Dhaka ৩১ মে, ২০২১, ৮:২৮ পিএম says : 0
Onek sondhar hoise kotha gola
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন