শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩ জন, শতকরা হার ১৯ শতাংশে উন্নীত

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৬:৩৭ পিএম

সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় (সোমবার দুপুর পর্যন্ত) মোট ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১৪৭টি রিপোর্ট নেগেটিভ হয়েছে। এই ল্যাবরেটরিতে এ পর্যন্ত প্রেরিত নমুনার সংখ্যা ৪৩২৫৭টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৪০৩৮৭টি। শনাক্তের হার ১৯.০০%। আর এ পর্যন্ত দিনাজপুরে মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন। মূলত ঈদের পর থেকেই দিনাজপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই হিলি স্থল বন্দরে ভারত ফেরত ৩ জন রোগীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকেলে দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, ২৪ আক্রান্ত করোনা পজিটিভ রোগীর মধ্যে সদর উপজেলায় ২০ জন, বিরলে ০২ জন, বিরামপুরে ০১ জন, বীরগঞ্জে ০১ জন, বোচাগঞ্জে ০২ জন, চিরিরবন্দরে ০১ জন, হাকিমপুরে ০৫ জন ও ফুলবাড়ী উপজেলায় ০১ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮০৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৪৫৪ জন। বর্তমানে ১৯৫ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ২৯ জন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন