বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গল্প ও চরিত্র ভালো না লাগলে অভিনয় করি না -ঈশিতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৬ এএম

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা আগের মতো অভিনয়ে নিয়মিত নন। মাঝে মাঝে অভিনয় করেন। বিগত এক বছর তিনি কোনো নাটকে অভিনয় করেননি। সম্প্রতি তিনি অভিনয়ে ফিরেছেন। নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আগামী ঈদে প্রচারের জন্য একটি শর্টফিল্মে অভিনয় করেছেন ঈশিতা। এর গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। শর্ট ফিল্মটির নাম‘নট আউট’। ঈশিতা বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো না হলে অর্থাৎ আমার ভালো না লাগলে আমি অভিনয় করিনা। করোনার কারণে সাধারণত বাসা থেকে বের হই না। আরিয়ানের বড় ছেলে’সহ আরো বেশকিছু নাটক দেখেছি আমি। ও চেষ্টা করে গল্প’কে ভালোভাবে তুলে ধরতে। তার নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। সবকিছু মিলিয়ে কাজটি করতে ভালো লেগেছে। আশা করি, দর্শকের ভালো লাগবে। আরিয়ান বলেন, শর্টফিল্মটির গল্প’তে আমি যখন তানিয়া চরিত্রটি নিয়ে ভাবি তখন ঈশিতা আপুর কথাই মনে হয়েছে। তিনি অভিনয় করলেই খুব ভালো হয়। অবশেষে তিনি অভিনয় করেছেন। নি:সন্দেহে তিনি একজন গুণী অভিনেত্রী এবং এই শর্টফিল্মে তিনি তার চরিত্রে কেমন করেছেন তা দর্শকের দেখার অনুরোধ রইলো।’ গত শনি ও রবিবার দু’দিন শর্টফিল্মের শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। আগামী ঈদে এনটিভিতে ‘নট আউট’ প্রচার হবে। ‘নট আউট’-এ আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ফখরুল বাশার মাসুম, খায়রুল বাশার। উল্লেখ্য, ঈশিতা সর্বশেষ আশফাক নিপুণের ‘ইতি মা’ এবং মাহমুদুর রহমান হিমি’র ‘কেন’ নাটকে অভিনয় করেন। অন্যদিকে প্রয়াত লাকী আখান্দের জনপ্রিয় গান ‘আবার এলো যে সন্ধ্যা’ ঈশিতা ও তার ছেলে যাভীর গত বছর গেয়েছিলেন, যা ইউটিউবে প্রকাশিত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন