শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘আল কোরআন হচ্ছে মুমিনের জন্য শেফা’

স্টাফ রিপোর্টার, নরসিংদী : | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৬ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী ফয়েজী বলেছেন, আল কোরআন হচ্ছে মোমিনের জন্য শেফা। আল কোরআন যত বেশি তিলাওয়াত হবে মানব জাতির ওপর তত রহমত বরকত আসবে। যত বেশি আল কোরআন তিলাওয়াত হবে তত বেশি মানব জাতি আরোগ্য লাভ করবে। আলেম ওলামাগণ ও মাদরাসার ছাত্ররা অনেক বেশি কোরআন তিলাওয়াত করেন। কাজেই আলেম ওলামাদের গ্রেফতার করেও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে করোনা মহামারী থেকে আরোগ্য লাভ করবো না।

তিনি গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও আলেমদের মুক্তির দাবিতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এ সংগঠনের সেক্রেটারি মুফতি কাউছার আহমেদ, মাস্টার বজলুর রহমান, ডা. ইদ্রিছ আলী, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, যুবনেতা রাকিবুল হাসান, মাওলানা আশরাফ আলী, শ্রমিক নেতা মাসুদুর রহমান, ছাত্র নেতা জিএম মোবারক হোসেন ও শেখ সাদী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন