শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২১। আমার মাথায় অনেক খুশকি। তাছাড়া আমার মাথার অনেক চুল পড়ে গেছে। আমার মাথায় নতুন চুল গজানো কি সম্ভব?

-রুকাইয়া, কলাবাগান, ঢাকা।

উত্তর : বর্তমানে কয়েক ধরনের চিকিৎসায় কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই মেয়েদের মাথায় চুল গজানো সম্ভব হচ্ছে। আর খুশকির কারন বের করে চিকিৎসা করলে তা একেবারেই নির্মূল হয়।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫২। বর্তমানে আমার সহবাসে লিঙ্গের উত্থান হচ্ছে না। আমি এর সঠিক চিকিৎসা চাই।
-খলিল, গেন্ডারিয়া, ঢাকা।

উত্তর : আপনি পুরুষত্বহীনতায় ভুগছেন। এটি এখন কোনো সমস্যাই নয়। বর্তমানে কারন অনুযায়ী চিকিৎসার মাধ্যমে আপনাকে স্থায়ীভাবে সক্ষম করা সম্ভব। এতে কোনো পার্শ্ব-ক্রিয়া নেই।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৫। আমার দুটি ঠোঁট দিন দিন সাদা হয়ে যাচ্ছে। এটি আমার জন্য এক বিড়ম্বনা। আমার রোগটির নাম কি? রোগটি থেকে আরোগ্য লাভ কি সম্ভব?
-লাবণী। চাষাড়া। নারায়ণগঞ্জ।

উত্তর : আপনার ঠোঁটে শ্বেতীরোগ হয়েছে। অত্যাধুনিক কসমেটিকস সার্জারি ‘মিনি-পাঞ্চ গ্রাফটিং’-এর মাধ্যমে মাত্র ১ সেশন চিকিৎসায় রোগটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বযস ৬৩। আমার পায়ের নখগুলো নষ্ট হয়ে বিকৃত আকার ধারণ করেছে। এতে আমি বিব্রত। অনেক ওষুধ খেয়েছি। কাজ হয়নি। আমি নখগুলোর চিকিৎসা চাই।
-নাইমুল। আগ্রাবাদ। চট্টগ্রাম।

উত্তর : আপনার পায়ের নখগুলোর ‘ডিসট্রোপী’ হয়ে গেছে। তবে ধৈর্য্য ধরে চিকিৎসার করালে আপনার নখগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন