নগরীতে এক এএসআইকে চাপা দেয়া চোলাই মদ বহনকারী মাইক্রোবাসের চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করার কথা জানান নগর পুলিশের উপ-কমিশনার মো. মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন- মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪), তার সহযোগী মো. রাশেদ ওরফে রাসেল (২৬) ও সামশুল আলম (৬০)। উপ-পুলিশ কমিশনার বলেন, গাড়িচাপা দিয়ে পুলিশ হত্যা মামলার মূল আসামিসহ এ চক্রটি রাঙামাটি থেকে মাদক এনে চট্টগ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় সরবরাহ করে। তারা দীর্ঘ একবছর ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
গত ১১ জুন ভোরে চান্দগাঁও থানার মেহেরাজ চৌধুরী ঘাটা এলাকায় এএসআই কাজী মো. সালাউদ্দিনকে চাপা দেয় একটি মাইক্রোবাস। টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন সঙ্কেত দিলেও মাইক্রোবাসটি না থামিয়ে চালক তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রায় এক কিলোমিটার দূরে চান্দগাঁও বোর্ড স্কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে পুলিশ। মাইক্রোবাস তল্লাশি করে ৭৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন