শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা নিয়ে খামখেয়ালী জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৮:২৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, করোনা নিয়ে সরকারের খামখেয়ালী জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। গোটা দুনিয়ায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ দেশ। সরকারের ভারত নির্ভরতা সর্বনাশ ডেকে এনেছে। এখনও ভ্যাকসিনের কোন ভাল সংবাদ নেই। ফলে দেশের করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে চলছে। তিনি বলেন, সরকার বার বার অপরিকল্পিত লকডাউন দিয়ে জনগণকে চরম দুর্ভোগে ফেলে দিয়েছে।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ, জি এম রুহুল আমীন, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ, মুফতী দেলাওয়ার হোসেন সাকী, মাওলানা নেছার উদ্দিন, এ্যাডভোকেট মো: লুৎফর রহমান শেখ,এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, অধ্যক্ষ মাওলানা মকবুল হোসাইন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরার হত্যাকান্ডের সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে। সরকার অপরাধীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিতে পারছে না। তিনি বলেন, নওমুসলিম ওমর ফারুকের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। সেখানে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনর্বহাল করতে হবে এবং পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন করে জনগণের নিরাপত্তা জোরদার করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন