শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আরও শক্তিশালী হয়ে ফিরে আসব: রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১:৩১ পিএম

আন্তর্জাতিক ফুটবলে এখন যৌথভাবে সর্বোচ্চ গোল রোনালদোর। ২০১৫ সালেই পর্তুগালের ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। শেষ ষোলোর ম্যাচে রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে হেরে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় রোনালদোর।

৩৬ বছরের জুভেন্টাস তারকা দেশের হয়ে এটাই শেষ ইউরো খেললেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চার বছর পরে তার বয়স হবে ৪০। তখন কোনও বড় প্রতিযোগিতায় দেশের স্ট্রাইকার হিসেবে খেলার ফিটনেস থাকবে কি না, তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

ইউরোর শেষ ম্যাচ বলেই হয়তো হারের পরে হতাশা ঢেকে রাখতে পারেননি কিংবদন্তি তারকাও। ম্যাচের পরে বেরিয়ে আসার সময় অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে দিয়ে তাতে লাথি মারেন। যে ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তে। তার আগে রিয়াল মাদ্রিদে প্রাক্তন সতীর্থ, বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তুয়াকে দেখে তিনি বলে ওঠেন, তুমি ভাগ্যবান। তোমাদের গোলে আজ বল ঢুকতেই চাইছিল না।

টুইটারে রোনালদো লেখেন, যে রকম ফল প্রত্যাশিত ছিল, তা হয়নি। গত বারের চ্যাম্পিয়ন হলেও এ বার সঠিক সময়ের আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছি। তবে আমরা নিজেদের পারফরম্যান্সে গর্বিত। সর্বশক্তি দিয়ে ইউরো শিরোপা ধরে রাখার চেষ্টা করেছে ছেলেরা। প্রমাণ করেছি, সমর্থকদের আনন্দ দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে।

বেলজিয়ামকে অভিনন্দন জানিয়ে রোনালদো আরও লেখেন, অভিনন্দন বেলজিয়াম। প্রতিযোগিতায় বাকি দলগুলোকেও অভিনন্দন। তবে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন