সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনে সাতক্ষীরায় সেনা টহল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৩:৫১ পিএম

করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সাতক্ষীরায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই সেনা টহল চলছে। অসামরিক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহায়তা করতে সামরিকবাহিনীর ১০ টি পেট্রোল টিম কাজ করছে।
সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও র্যাব। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।
জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম টহলে রয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা মাঠে রয়েছেন।
একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে জেলাব্যাপী ২২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
সাতক্ষীরাবাসীকে অকারণে ঘর থেকে বাইরে না বের হতে অনুরোধ জানিয়েছেন তিনি।

যশোর ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন শেখ শামস্ জুবায়ের বলেন, করোনা সংক্রমণ কমিয়ে আনতে বিধিনিষেধ বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। সকলের সহযোগিতায় আমরা দেশকে করোনামুক্ত বা সংক্রমণ কমিয়ে আনতে পারবো।
এদিকে, কিছু মানুষকে শহরে চলতে দেখা গেছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের আড়াল করে অনেকে বাইক,ভ্যান নিয়ে ছুটে চলেছেন এক জায়গা থেকে অন্য জায়গায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন