সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

২০ জনকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৭:১৪ পিএম

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হয়েছে কঠোর লকডাউন। জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে ময়মনসিংহের ফুলপুরে কঠোর অবস্থানে প্রশাসন। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ২০ জনের বিরুদ্ধে মামলা করে জরিমানা আদায় ও অনেককেই সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে লকডাউনে ঘর থেকে বের না হওয়াসহ সরকারি নির্দেশনা হ্যান্ড মাইকে প্রচার করা হয়েছে। ৭ দিনের কঠোর লকডাউনের ১ম দিন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরকার নির্ধারিত লকডাউন মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার অভিযান চালিয়ে ২০ জনকে জরিমানা করে মোট ১০ হাজার ৮শত টাকা আদায় করেন।

সরকারী আদেশ অমান্য ও মাস্ক না পড়ার অপরাধে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমান আদালত শহিদুল ইসলামকে ২শ, সেকান্দর আলীকে ৫শ, এনামুল হককে ৫শ, রিসাতকে ৩শ, রুহুল আমিনকে ২ হাজার, সোহায়েবকে ৫শ, সাদেককে ৫শ, রফিকুল ইসলামকে ৫শ, হাসান মাহমুদকে ৫শ, রফি উদ্দিনকে ৫ শ, কাউসারকে ৫শ, রাকিবকে ৫শ, শহিদুল ইসলামকে ৩শ, আক্তার উদ্দিনকে ৩শ, হিদয় হাসানকে ২শ, আতিকুল ইসলামকে ৫শ, কাইয়ুম খানকে ৫শ, ফয়সালকে ৫শ, শফিককে ৫শ ও জহিরুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে সবাইকে সরকারী আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খানসহ সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও পুলিশ ফোর্স।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে এবং সরকারী আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।লকডাউন বাস্তবায়নে কোন ছাড় দেওয়া হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন