সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গৌরীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

৬৫ হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৯:১৫ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান'র নেতৃত্বে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে চেকপোষ্টে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি লকডাউন বাস্তবায়নে রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মামলায় ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬ টি মামলায় ৫৮ হাজার ৫শত ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, সরকারি নির্দেশনায় লকডাউন বাস্তবায়নে ইতোমধ্য পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন ইউনিয়নের হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও সচেতনতামুলক প্রচারণা অব্যাহত রেখেছি।এ কাজে নিয়োজিত রয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এর টহল, পুলিশ, বিজিবি, ও সেনাবাহিনী। লকডাউনের বিধি নিষেধ না মানলে কাউকে ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আঃরহমান ১ জুলাই, ২০২১, ১০:২৩ পিএম says : 0
লকডাউনে জেল জরিমানা করে পুলিশ সহ প্রশাসন এখন টাকা হতিয়ে নেওয়ার একটা পথ বেঁচে নিয়েছে গরিবের পেটে লাথি মারছে পেটের খুদায় সংসারের অভাবের তাড়নায় কাজের জন্য বাহির হয় আর তাদেরকে ধরে জরিমানা করে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোন পথ নাই আল্লাহ তাদের বিচার করুক
Total Reply(0)
আঃরহমান ১ জুলাই, ২০২১, ১০:২৩ পিএম says : 0
লকডাউনে জেল জরিমানা করে পুলিশ সহ প্রশাসন এখন টাকা হতিয়ে নেওয়ার একটা পথ বেঁচে নিয়েছে গরিবের পেটে লাথি মারছে পেটের খুদায় সংসারের অভাবের তাড়নায় কাজের জন্য বাহির হয় আর তাদেরকে ধরে জরিমানা করে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোন পথ নাই আল্লাহ তাদের বিচার করুক
Total Reply(0)
আঃরহমান ১ জুলাই, ২০২১, ১০:২৮ পিএম says : 0
লকডাউনে জেল জরিমানা করে পুলিশ সহ প্রশাসন এখন টাকা হতিয়ে নেওয়ার একটা পথ বেঁচে নিয়েছে গরিবের পেটে লাথি মারছে পেটের খুদায় সংসারের অভাবের তাড়নায় কাজের জন্য বাহির হয় আর তাদেরকে ধরে জরিমানা করে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোন পথ নাই আল্লাহ তাদের বিচার করুক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন