শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লকডাউন উপেক্ষা : অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে ১৭ জন অতিথি !

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৭:২৭ পিএম

খুলনায় করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় চলছে কঠোর লকডাউন। জনস্বার্থে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা আইন ভঙ্গ করছেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সংক্রমণের আশংকায় একটি মোটর সাইকেলে চালক ছাড়া আর কাউকে উঠতে দেয়া হচ্ছে না। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সামাজিক অনুষ্ঠান। সারা শহর রয়েছে সেনা-বিজিবি ও পুলিশের কড়া নজরদারীতে।

এ অবস্থায় আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় খুলনার শিববাড়ী কালী মন্দির কমিটির সভাপতি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য মহাদেব সাহা ও তাঁর পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অক্সিজেন ব্যাংকে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমপক্ষে ১৭ জন অতিথি।

তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ কার্যনির্বাহী সদস্য স্বপন কুমার সাহা, বাবলু বিশ্বাস, শিশু ভক্ত, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, তাপস সাহা, শিশু রায়, অঞ্জন দে, অলোক কুণ্ডু প্রমুখ।

বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার নি:সন্দেহে মহতি একটি উদ্যোগ। তবে মাত্র একটি সিলিন্ডার দেয়ার বিষয় এতো ফলা করে প্রচারের কোনো প্রয়োজন ছিল না। বিশেষত, করোনার এ পরিস্থিতিতে জনসমাগম করোনার ঝুঁকিকে আরো বাড়িয়ে দিতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন