পটুয়াখালীতে কঠোর লকডাউন কার্যকর করতে দ্বিতীয় দিনে জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কার্যক্রম চলছে। ঔষধের দোকান ব্যতীত দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার শতভাগ বিধিনিষেধ কার্যকরের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ মাঠে নেমে বিভিন্ন চেকপোস্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। লকডাউনের দ্বিতীয়দিনে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৯ টি ভ্রাম্যমান আদালত সরকারী বিধি নিষেধ অমান্য করার দায়ে ১৭৮ জনকে ১,০৮,৫০০ টাকা জরিমানা আদায় করেছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন