পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান হেলাল শিকদারকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশর উজ্জল ও সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান হেলাল শিকদারকে সংগঠনের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা কমিটি গঠনের পর থেকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণেই মূলত তাকে অব্যাহতি দেওয়া হয়। তবে ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি এই প্রেস বিজ্ঞপ্তিতে।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান হেলাল জানান,আমার এই ব্যাপারে কোন অভিযোগ নাই। জেলা ছাত্রদলের শীর্ষ দুই নেতাকে একাধিক বার কল করা হলেও তারা রিসিভ করেন নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন