শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালীতে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪৬ পিএম | আপডেট : ৯:৩৩ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আজ ১৮ সেপ্টেম্বর পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক।

এ সময় তার সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক (জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প-) প্রফেসর ড. একিউএম শফিউল আজম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইশরাত জাহান, বরিশাল অঞ্চল মাউশি কলেজ এর উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, হেড অব এ্যাডোসেন্ট ইয়ুথ প্রোগ্রাম অফিসার সানোয়ারুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে ডিজি স্বাস্থ্যবিধি সহকারে আন্তরিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন