পটুয়াখালীর কলাপাড়ায় বালু বহনকারী ট্রাক উল্টে পড়ে মো.রাকিবুল (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রাকিবুল পার্শ্ববর্তী আমতলী উপজেলার আড় পাঙ্গাশিয়া গ্রামে মো.জাহাঙ্গীর প্যাদার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন