পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর নুরু খাঁ হত্যা মামলার অন্যতম আসামী বশির ও জামাল হাওলাদারকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে রায়েরবাগ এলাকা থেকে মো. বশির হাওলাদার (৩২) ও মো. জামাল হাওলাদারমে (২৫) গ্রেপ্তার করে র্যাব-১০।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের এই কর্মকর্তা জানায়, গত ২৫ জুলাই পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরকাজল এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু খাঁ (২৫) নামের এক ব্যক্তিকে বশির ও জামাল হাওলাদারসহ বেশ কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুরু খা’কে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
গ্রেপ্তার আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন