উত্তর: আপনারা আলাদাভাবেই নামাজ পড়ুন। সুযোগ থাকলে কেবল ফরজটুকু স্বামী স্ত্রী জামাতে পড়তে পারতেন। এক্ষেত্রে পাশাপাশি না দাঁড়িয়ে স্ত্রী পেছনের কাতারে দাঁড়াতে হতো। ইমাম আপনাকেই হতে হতো, কেননা পুরুষের নামাজে মহিলা ইমাম হতে পারেন না। যেহেতু কেরাত শুদ্ধ হওয়া কিংবা ইমামতের পূর্ণ যোগ্যতার বিষয়ে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অতএব জামাত পড়বেন না। আলাদা আলাদা উভয়ের নামাজই যে যেরকম পারেন সেরকম পড়ায় যথেষ্ট হবে। কেরাত শুদ্ধ করার বিষয়ে আপনার চেষ্টা ও নিয়ত থাকা চায়। নতুবা আপনার নিজের নামাজ নিঁখুতভাবে আদায় হওয়ার ব্যাপারে প্রশ্ন উঠবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন