শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লকডাউনের নামে সরকার জনগণের সাথে তামাশা করছে : ডা. শাহাদাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৬:৩৯ পিএম

লকডাউনের নামে সরকার জনগণের সাথে তামাশা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শাটডাউনের নতুন কর্মসূচির মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে, তারা মানুষের সাথে তামাশা করেছে। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে সিএনজি চালকদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

ডা. শাহাদাত অভিযোগ করে বলেন, করোনা মহামারিতে সরকার অপরিকল্পিত কর্মসূচির কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র পরিবারগুলো অনাহারে আর অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ পরিবারগুলো সরকারের পক্ষ থেকে কোন সহযোগীতা পাচ্ছে না। তারা মানবেতর জীবন যাপন করছে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সিএনজি চালক দলের নেতা মো আমির হোসেন, নগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিএনজি চালক দল নেতা মো জসিম, মো জামাল গোনেন, জাকিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন