বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বর্ষায় এডিস মশা থেকে সচেতনতা প্রয়োজন

চিঠিপত্র

মাহবুবা সিদ্দিকা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বর্ষার এই সময়টাতে সাধারণত মশার উপদ্রপ বেশি থাকে। এই ঋতুতে ঠান্ডা, জ্বর ও হাসিসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এমনকি গবাদিপশুও এর থেকে রেহায় পাচ্ছে না। সব মিলিয়ে বিভিন্ন রোগে ভুগছে বহু মানুষ। বিশেষ করে এই ঋতুতে এডিস মশা বংশ বিস্তারের অনুকূল সময়। তাই এই মৌসুমে খুব সতর্ক থাকা উচিৎ। যত্রতত্র পরিত্যক্ত ডাবের খোসা, টায়ার ফেলে রাখি। ছাদে বা বারান্দায় ফুলের টবে পানি জমে থাকে, যা একজন সচেতন নাগরিক হিসেবে মোটেই কাম্য নয়। মূলত এগুলোতেই এডিস মশা ডিম পেরে বংশবিস্তার করে থাকে। তাই, এসব বিষয়ে আমাদের বিশেষভাবে সচেতন হতে হবে।
শিক্ষার্থী, মহিলা ডিগ্রি কলেজ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন