বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কটিয়াদীতে করোনা শনাক্তের হার ৮২ শতাংশ, মৃত্যু ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৮:৪৩ পিএম

কটিয়াদীতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ রিপোর্টে গত ২৪ ঘন্টায় ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে কটিয়াদীতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে। গতকাল সোমবার রাত ১০টায় জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, বর্তমানে উপজেলায় ৬৮ জন করোনা পজেটিভ আছেন। প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন