কোপা আমেরিকার এবারের আসরের শিরোপা লড়াই থেকে আগেই বাদ পড়েছে পেরু ও কলম্বিয়া। সেমিফাইনালে পেরু ১-০ গোলে ব্রাজিল ও কলম্বিয়া ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে পড়লেও তৃতীয় স্থানের জন্য দারুণ উপভোগ্য এক ম্যাচ উপহার দেয় দু’দল। রোমাঞ্চকর স্থান নির্ধারণী ম্যাচে শেষ মুহূর্তের গোলে পেরুকে হারিয়ে তৃতীয় হয়েছে কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় ব্রাসিলিয়ার মানে গারিঞ্জা স্টেডিয়ামে শুরু হওয়া স্থান নির্ধারণী ম্যাচে লুইস দিয়াসের জোড়া গোলে কলম্বিয়া ৩-২ ব্যবধানে হারায় পেরুকে।
শনিবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে দু’দল। তবে প্রথমে এগিয়ে যায় পেরু। ম্যাচের ৪৫ মিনিটে ক্রিস্তিয়ান কুইভার পাস থেকে কলম্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান ইওশিমার ইয়োতুন (১-০)। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পেরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে কলম্বিয়া। ম্যাচের ৪৯ মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেন কলম্বিয়া অধিনায়ক জুয়ান কুয়াদ্রাদো (১-১)। ম্যাচের ৬৬ মিনিটে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নেন দিয়াস (২-১)। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে জানলকা লাপাদুলা হেডে গোল করলে ফের ম্যাচে ফিরে আসে পেরু (২-২)। কিন্তু ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেননি দিয়াস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪ মিনিট) জয়সূচক গোলটি করে কলম্বিয়াকে দারুণ জয় উপহার দেন দিয়াস (৩-২)। এই জয়ে দক্ষিণ আমেরিকার শীর্ষ এ টুর্নামেন্টে পঞ্চমবারের মতো তৃতীয় হলো কলম্বিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন