শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমি চরিত্র ধারণ করে অভিনয় করি-মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ মহানগর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। ইতোমধ্যে এটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। মোশাররফ করিম বলেন, নিজের অভিনীত কোনো কাজ যখন দর্শকের ভালো লাগে, তখন নিজের কাছে ভালো লাগে। কারণ, দর্শকের জন্যই কাজ করি। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, দর্শকদের সন্তুষ্ট করতে পারাই বড় প্রাপ্তি। সিরিজটি নিয়ে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দর্শকই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষও কথা বলেছেন। তিনি বলেন, একজন অভিনয় শিল্পী অভিনয় করেন আর নির্মাতা সেই গল্পটি পর্দায় ফুটিয়ে তোলেন। দেড় দশকের অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করেছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রতিটি চরিত্র নিজের মধ্যে ধারণ করি। আগামী ঈদের কাজ নিয়ে তিনি বলেন, আমি সংখ্যা বিচার করে কাজ করি না। যে কাজটি করি, সেটি ভালোভাবে করার চেষ্টা করি। গল্প ও চরিত্র পছন্দ হলে কাজটি করি। অন্য বছরের মতো এবার ঈদেও আমার বেশ কটি নাটক ও টেলিছবি প্রচার হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন