দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে টয়লেট ব্যবহার করেই আয় করা যায় ডিজিটাল কারেন্সি। সেই মুদ্রায় নানা ধরনের ফলমূলের পাশাপাশি কফিসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যও কেনা যায়। উলসানের ওই টয়লেটটির ডিজাইন করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএনআইএসটি)-র আর্বান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চো জায়-এয়ন। পরিবেশবান্ধব ওই শৌচাগারের নাম দিয়েছেন বীভি। ইংরেজি বি এবং ভিশন শব্দ দুটোর প্রথম অংশ নিয়ে তৈরি এই নামেই শুধু নয়, এর কার্যকারিতায়ও দূরদর্শিতার ছাপ রেখেছেন চো জায়-এয়ন। তার ভাবনা ছিল এমন টয়লেট তৈরি করা যেখানে টয়লেট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ভ‚মিকা রাখা যাবে, সেই বিদ্যুতে আলো জ্বলবে ভবনে। হিন্দুস্তান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন