শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় সরকারি কর্মকর্তাদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সিরিয়ায় চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও এবার সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার এক ডিক্রি জারির মাধ্যমে বেতন বৃদ্ধির এ আদেশ আসে। বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পর এমন সিদ্ধান্ত নিলো প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি প্রেসিডেন্ট। সিরিয়ার প্রধান খাদ্য রুটির দাম বাড়ার পাশাপাশি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। প্রধান জ্বালানি ডিজেলের দাম বেড়েছে ১৮০ শতাংশ। এক দশক ধরে নিম্নমুখী অবস্থায় রয়েছে সিরিয়ার অর্থনীতি। কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটিতে বহুদিন ধরে চলা গৃহযুদ্ধ, পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ব্যাপক দুর্নীতি। এছাড়া সিরিয়ার পার্শ্ববর্তী দেশ লেবাননে অর্থনৈতিক সংকটের প্রভাবও পড়েছে দেশটির ওপর। সবশেষ সিরিয়ায় সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয়েছে

২০১৯ সালে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন