শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আশাশুনিতে ৪০ ফুট উঁচু ব্রিজ থেকে ফেলে নবজাতককে হত্যা!

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৩:১১ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে ৪০ ফুট উঁচু ব্রিজের উপর থেকে ফেলে এক নবজাতক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজ থেকে তাকে ফেলে দেয় কে বা কারা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান আবুল বাছেত হারুন চৌধুরী জানান, গুনাকরকাটি ব্রিজের উপর থেকে ফুটফুটে ওই নবজাতককে নদীর চরে ফেলে দেওয়া হয়। অনেক উপর থেকে ফেলে দেওয়ার কারণে তার মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী জানান, শিশুটির সুস্থতার জন্য সব ধরণের চেষ্টা অব্যাহত ছিল। কে বা কারা শিশুটিকে ব্রিজ থেকে ফেলে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
alamin atik ১৩ জুলাই, ২০২১, ৪:২৫ পিএম says : 0
অমানুষ অত্যন্ত জগন্না অমানবিক কাজ আল্লাহ সবই দেখে কিন্তু তুমি দেখতে পাওনা এতব....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন