করোনা মহামারি কিছুটা ঊর্ধ্বগামী থাকায় পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ এলাকাতে খোলা মাঠে এবার ঈদ জামাতের অনুমিত না মিলায় মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা লাইনে দাঁড়ান । প্রতিটি জামাতে ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড় ।
মার্তিম মনিজ বড় মসজিদে চারটি ঈদের জামাত হওয়ার কথা থাকলেও মুসল্লিদের উচ্ছে পড়া ভিড় এবং চারটি জামাতে সংকুলান না হয় কমিটি আরো দুটি অতিরিক্ত জামাত করার সিদ্ধান্ত নেন।
রাজধানী লিসবন ছাড়াও পোর্তো,আলগ্রাভ,কাসকাইস, মিলফন্তেস সহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন ।
এবং প্রতিটি জামাত শেষে দেশ বিদেশ সহ সকলের জন্যে বিশেষ দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন