মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনে দিনে-রাতে কাজ করছেন সিলেট পুলিশের ৪৬টি চেকপোস্ট, ৯৭টি টহল টিম

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৩:০৩ পিএম

লকডাউন বাস্তবায়নে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে মাঠে কাজ করছেন পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে মহানগরীজুড়ে ৪৬টি চেকপোস্ট বসানো হয়েছে। একইসাথে দিন-রাত মিলে কাজ করছে পুলিশের ৯৭টি টহল টিম।


লকডাউন বাস্তবায়নে নগরীর জিন্দাবাজার, লামাবাজার, রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, তেমুখী, উপশহরসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে এসএমপি। মহানগরীর প্রবেশমুখগুলোতেও আছে চেকপোস্ট। পুলিশকে এসব চেকপোস্টে দেখা গেছে সতর্ক অবস্থায়। কোনো যানবাহন এলেই কোথায় যাবে, কেন যাবে এসব জিজ্ঞেস করছেন পুলিশ সদস্যরা। জরুরি হলে যেতে দিচ্ছেন, না হলে দিচ্ছেন আটকে। অনেক পয়েন্টেই অযথা বের হওয়া যানবাহনের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা। এদিকে, লকডাউনের প্রথম দিনে গতকাল শুক্রবার বিধিনিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ২৮টি, মোটরসাইকেল ৯টি, প্রাইভেটকার ৭টিসহ ৪৬টি যানবাহনের বিরুদ্ধে হয়েছে মামলা। এছাড়া সিএনজি অটোরিকশা ৩৫টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেটকার ৫টি ও অন্যান্য যানবাহন ৩৮টিসহ মোট ৯২টি যানবাহন করা হয় আটক। এছাড়া প্রায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে আদায়। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে কাজ করছেন ৪৬টি চেকপোস্ট বসিয়ে। সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্র এলাকায় দিনেরাতে কাজ করছেন ৯৭টি টহল টিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন