ফিলিপাইনকে অলিম্পিক সোনার স্বাদ এনে দিলেন হিদিলিন দিয়াজ। অলিম্পিকে এর আগে ১০টি পদক পেলেও কোনো সোনা জেতেনি দেশটি। দেশটির প্রথম নারী হিসেবে রিও অলিম্পিকে পদক জিতেছিলেন দিয়াজ। সেবার ভারোত্তোলকের ৫৩ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছিলেন দিয়াজ। এবার ফিলিপাইনকে সোনাও এনে দিলেন এই ৩০ বছর বয়সী ভারোত্তোলক। ৫৫ কেজি ওজন শ্রেণিতে ২২৪ কেজি তুলে সোনা জিতে নিয়েছেন দিয়াজ।
গতকালের ফাইনালে স্ন্যাচে ৯৭ কেজি তুলেছিলেন দিয়াজ। তার সমান ওজন তুলেছিলেন চিনের লিয়াও কিউয়ান। ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি তুলে দিয়াজের সামনে কঠিন বাধা সৃষ্টি করেছিলেন কিউয়ান। অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি তুলেই সোনার মীমাংসা করেছেন। তার তোলা মোট ২২৪ কেজিও আরেকটি অলিম্পিক রেকর্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন