শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফায়ার সার্ভিসে করোনা আক্রান্ত ৪০৪ সদস্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪০৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এর মাঝে মারা গেছেন ৩ জন সদস্য। গতকাল ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, সর্বশেষ গত সোমবার এই তথ্য হালনাগাদ করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে এবং আইসোলেশনে আছেন ৪৩ জন। এর আগে সর্বশেষ ২২ জুলাই অবসরে যাওয়ার মাত্র ৩ মাস আগে অধিদফতরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়্যার হাউস ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে আবুল হোসেন উপ-পরিচালক পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২ অক্টোবর তার চাকরি শেষে অবসরে যাওয়ার কথা ছিল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন