ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস ও আতশবাজি থেকে রাজধানীর কয়েকটি এলাকায় লাগা আগুন রাত ২টার মধ্যে নিভিয়েছে ফায়ার সার্ভিস। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা, সূত্রাপুর, তেজগাঁও, লালবাগ ও কেরানীগঞ্জে আগুনের ঘটনা ঘটে।
তবে যাত্রাবাড়ী ছাড়া অন্য আগুনের ঘটনাগুলোতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রাবাড়ীর আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান ঢাকা পোস্টকে বলেন, ঢাকার আশেপাশে যেসব আগুন লেগেছিল এখন সবগুলো আগুন নিয়ন্ত্রণে আছে তেমন কোন সমস্যা নাই।
এর আগে ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস ও আতশবাজিতে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ভবনের তৃতীয় তলায় ফানুস থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা।
নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কাছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন